আসসালামুয়ালাইকুম কেমন আছেন ? Times For Learn এর আজকের ব্লগ পোস্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো টেলিটক সিম সম্পর্কে। টেলিটক সিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটরগুলোর মধ্যে অন্যতম একটি। বাংলাদেশের বাজারে আশার পর থেকেই টেলিটক সিম খুবই সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় অফার এবং মানসম্পন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে আসছে। আপনি যদি নতুন টেলিটক সিম কিনতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমরা আলোচনা করবো টেলিটক সিম কেনার উপায় ও টেলিটক সিম কত টাকা এবং টেলিটক সিম নাম্বার দেখার কোড সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পূর্ন ব্লগ পোস্ট টি পড়ার জন্য অনুরোধ রইলো। তাহলে চলুন বিস্তারিত জানা যাক।
টেলিটক সিম কেনার উপায় | টেলিটক সিম কত টাকা | টেলিটক সিম নাম্বার দেখার কোড
প্রথমেই আমরা জানবো টেলিটক সিম সম্পর্কে ।
টেলিটক
সিম বাংলাদেশের একটি সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি। এটি বাংলাদেশের একটি
টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মালিকানাধীন প্রতিষ্ঠান। টেলিটক সিম
২০০৮ সালে চালু হয়েছিল এবং বর্তমানে এটি দেশের চতুর্থ বৃহত্তম মোবাইল অপারেটর
হিসেবে জনপ্রিয়। টেলিটক সিম 2G, 3G এবং 4G পর্যন্ত নেটওয়ার্ক পরিষেবা প্রদান করে আসছে। এটি প্রিপেইড ও পোস্টপেইড ২ ধরনের সেবা ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত
দিয়ে আসছে।
টেলিটক সিম ২০০৮ সাল থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী
ইন্টারনেট, ভয়েস, এসএমএস, মোবাইল ব্যাংকিং, মোবাইল টিকিট, ভ্যালু এডেড সার্ভিস (VAS) ইত্যাদি সেবা দিয়ে আসছে।
ইন্টারনেটঃ টেলিটক সিম গ্রাহক
চাহিদা অনুযায়ী ইন্টারনেট অফার প্যাকেজ দিয়ে থাকে তা অন্যান্য সিম এর তুলনায় মূল্য
অনেকটাই কম।
ভয়েসঃ টেলিটোক সিম
বিভিন্ন ধরনের ভয়েস প্যাকেজ অফার দিয়ে থাকে ১ মিনিট কথা বললে মাত্র ৬০ পয়সা চার্জ
কাটা হয় এবং মেয়াদ থাকে অধিক সময় এবং মূল্য অনেকটাই কম।
এসএমএসঃ টেলিটক সিম গ্রাহক
চাহিদা কে প্রাধান্য দিয়ে মানসম্মত এসএমএস অফার দিয়ে থাকে যা মূল্য অনেক কম এবং
এসএমএস সংখ্যা তুলনায় অনেকটাই বেশি।
মোবাইল ব্যাংকিংঃ টেলিটক সিম সরকারি খাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গুরুত্বপূর্ন ভূমিকা পালন
করছে। বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পেমেন্ট করার জন্য টেলিটক মোবাইল ব্যাংকিং এর সাহায্য
নিতে হয় । টেলিটক সিম মোবাইল ব্যাংকিং এ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
মোবাইল টিকিটঃ টেলিটক সিম গ্রাহকদের
জন্য মোবাইল
ব্যাংকিং এর মাধ্যমে যেকোনো টিকিট
বুকিং সেবা প্রদান করে ।
ভ্যালু এডেড সার্ভিস (VAS)ঃ টেলিটক সিম তার গ্রাহকদের বিনোদনের জন্য
বিভিন্ন ধরণের VAS অফার করে থাকে যাতে রয়েছে রিংটোন,
গেমস, জোকস ও নিউজ ইত্যাদি। যা গ্রাহক দের বিনোদন দিতে সহায়তা করে।
টেলিটক সিম কেনার উপায়ঃ
টেলিটক সিম অনলাইন এবং
অফলাইন ২ মাধ্যমেই কেনা যায়।
অনলাইনে কেনার উপায়ঃ
- My Teletalk অ্যাপটি মোবাইলে Install করুন।
- অ্যাপটিতে Buy Sim অপশন পাবেন সেখানে
ক্লিক করুন।
- অনলাইনে ফর্ম টি পূরন করে জমা দিন।
- আপনার বাসায় এসে টেলিটক সিম টি দিয়ে যাবে।
অফলাইনে কেনার উপায়ঃ
- আপনার নিকটতম টেলিটক সিম কেন্দ্রে অথবা কোনো টেলিকমের দোকানে যান।
- আপনার
জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড বা পাসপোর্টের ফটোকপি
জমা দিন।
- সিম-এর মূল্য (100 টাকা)প্রদান করুন।
- সিম ক্রয় করুন ব্যাল্যান্স রিচার্জ এর মাধ্যমে সক্রিয় করুন।
টেলিটক সিম কেনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
- টেলিটক
সিম কেনার জন্য আপনার বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে।
- সিম কেনার সময় আপনাকে অবশ্যই আপনার NID অথবা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।
- নতুন
সিম কিনলে 7 দিন পর্যন্ত রিচার্জ করলে 100% রিচার্জ বোনাস পাওয়া যাবে।
- টেলিটক সিম সক্রিয় করার জন্য 121 এই নম্বরে কল করুন।
টেলিটক সিম কত টাকাঃ
টেলিটক সিম নাম্বার দেখার কোডঃ
অথবাঃ
- My Teletalk অ্যাপটিতে লগ ইন করুন।
- আপনার হোম স্ক্রিনে আপনার সিম নম্বার দেখা যাবে।
অথবাঃ
- টেলিটক ওয়েবসাইট (www.teletalk.com.bd) এ প্রবেশ করুন।
- "My Account" অপশনে ক্লিক করুন।
- আপনার NID কার্ড নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- "My Profile" অপশনে ক্লিক করুন।
- আপনার সিম নাম্বার দেখতে পাবেন।
অথবাঃ
- 121 নাম্বারে কল করুন।
- আপনার NID নাম্বার প্রদান করুন।
- কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে আপনার সিম নাম্বার জানিয়ে দিবে।
ধন্যবাদ মনযোগ সহকারে সম্পূর্ন ব্লগ পোস্ট টি পড়ার জন্য। timesforlearn.com এর সাথেই থাকুন । timesforlearn.com বাংলার সেরা টেক কমিউনিটি বাংলা টেক ব্লগ সাইট।
আরো পড়ুন ঃ